নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ৩দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ স্প্রিং-২০২৩ সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য ৬ ডিসেম্বর থেকে এডমিশন ফেয়ার শুরু হয়েছে। ৮ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
তিনদিন ব্যাপী এডমিশন ফেয়ারের ১ম দিন সকাল সাড়ে ৯ঃটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য আয়োজনে এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীর। উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সুবিধা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
ভর্তি মেলায় বিভাগীয় প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
Related News

খাদিমুল কুরআন পরিষদের ৩দিনব্যাপী তাফসির মাহফিল সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: খাদিমুল কুরআন পরিষদের ৩দিনব্যাপী তাফসীর মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে আওলাদেRead More

রাজপথে আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হবে : কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার জনবিচ্ছিন্ন হয়েRead More
Comments are Closed