Main Menu

সিলেটে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক আসন্ন শারদীয় দূর্গা পূজায় ৩ দিনের সরকারী ছুটি, মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, প্রতিটি মন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থা করা, সংখ্যালঘু নির্যাতন ও হত্যা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর হিন্দুমহাজোটের সভাপতি রজত চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রবাল দেবনাথ অপু, কেন্দ্রীয় নেতা রাকেশ রায়, সিলেট মহানগর হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রিপন ঘোষ, সমন্বয়ক শীতাংশু পাঠক সাবলু, সহ সভাপতি প্রভাষক মুকুল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র শিহ্মক রজত ভূষণ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিবেকানন্দ দাস মিঠু, মানবাধিকার সম্পাদক রাবেল লাহিড়ী, কেন্দ্রীয় হিন্দু মহাজোটের সহ মহিলা সম্পাদিকা সিলেট মহানগর মহিলা মহাজোটের আহবায়ক ববিতা বর্মন ববি,সিলেট মহানগর হিন্দু মহাজোটের সহ মহিলা সম্পাদিকা শর্মিলা দেব পূরবী,সিলেট জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি নিপু দাশ, সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়,সিনিয়র সহ সভাপতি রাজন মনি, মহানগর হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী সজিব, সহ সভাপতি শ্রীবাস সেন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সনজিব পাল,সুনামগঞ্জ জেলা যুব মহাজোটের সাধারণ সম্পাদক সেন্টু রঞ্জন কর,সিলেট জেলা হিন্দু ছাত্র মহাজোটের সদস্য সচিব ঝলক পাল, যুগ্ম আহবায়ক নিক্সন দেবাশীষ রায়,প্রান্ত দে, সমীর চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব রনি দে দ্বীপ, গোপাল চন্দ্র মিষ্টু,প্রিন্স দে কিশোর,সিলেট মহানগর ৮ নং ওর্য়াড হিন্দু ছাত্র মহাজোট নেতা মুন্না পাল সহ হিন্দু মহাজোট, যুব মহাজোট, মহিলা মহাজোট, ছাত্র মহাজোটের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed