আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মৌলভীবাজার জেলার সেবামূলক সংগঠন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার শারজাহের একটি অভিজাত রেস্তোরাঁয় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা আব্দুস শহিদ জহির। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আবদুল হক চৌধুরী সাইস্তা। বক্তব্য রাখেন, আবদুল মালিক, শাহিন আল রাজী, মসুদ আলী, আবু কালাম, আমর আলী আনসারি, আব্দুস শহিদ, আবদুল গাফ্ফার, ইমন চৌধুরী, তাজুল ইসলাম, মোহাম্মদ আলী সুহেল, আব্দুস শহিদ প্রমুখ।
অনুষ্ঠানে ২য় পর্বে কার্যনির্বাহী কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি এর নতুন কমিটি গঠন হয়।
সভায় আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ফুজাইরা শাখার অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শেখ মো. জহির উদ্দিনকে সভাপতি ও ইমন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ঘোষণা করা হবে বলে সভা থেকে জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি শাহিন আল রাজী, সহ-সভাপতি মোহাম্মদ আলী সুহেল, সহ সাধারণ সম্পাদক এনামুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক আবদুস শহিদ, সহ সাংগঠনিক সম্পাদক ইমদাদুর রহমান মাহবুব, সম্মানিত সদস্য আবু কালাম ও প্রধান সমন্বয়কারী মো.জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে দেশে ও প্রবাসে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছে সংগঠনটি। একজন প্রবাসীর লাশ দেশে প্রেরণে আর্থিক খরচ বহনের মাধ্যমে এ সমিতির যাত্রা হয়েছিলো ২০১৯ সালে। আগামি দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে শারজাহে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় এ কথাগুলো বলেন বক্তারা।
Related News

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জের মুহিবুর রহমান
প্রবাস ডেস্ক: নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে প্রাইভেট কারের ধাক্কায় মোঃ মুহিবুর রহমান (৭৫) নামের একRead More

সৌদি আরবে দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: সৌদি আরবে ওমরাহ করে কাতারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।Read More
Comments are Closed