Main Menu

রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীতে রাস্তা পার হওয়ার সময় বিকাশ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাতে মহাখালী ফ্লাইওভারের ঢালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই আব্দুল আজিজ মোল্লা থাকতেন উত্তরার আবদুল্লাহপুরে। ঢাকার মহাখালী ট্রাফিক বক্সে তিনি দায়িত্ব পালন করছিলেন। এএসআই আব্দুল আজিজ মোল্লার বাড়ি জয়পুরহাটে।

গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আজিজ রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় কাকলীর দিকে যাওয়া বাসটি আজিজকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

আজিজকে প্রথমে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকাশ পরিবহনের বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করে পরে চালক মো. সুজন আলীকে (৪৪) আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed