Main Menu

মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীতে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন। এ মামলায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। খালাস পেয়েছেন মোহাম্মদ ফারুক। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমদ হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, ২০০৩ সালের ১৩ মে রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন থেকে মা-মেয়েকে তুলে নিয়ে জঙ্গলে যান আবুল কাশেম, লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, একই মামলায় একজনকে খালাস দেওয়া হলো। বাকি তিনজন কেন খালাস পাবে না? আমরা উচ্চ আদালতে আপিল করব।

 

Share





Related News

Comments are Closed