ধলেশ্বরীতে ট্রলার ডুবি, মা মেয়েসহ ৪ লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার চারদিন পর চারজনের মরদেহ নদীতে ভেসে উঠেছে। রোববার (৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা ধর্মগঞ্জ ঘাট এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রলারডুবির ঘটনাস্থল থেকে কিছু দূরে ৪ জনের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। তাদের দেওয়া খবরের ভিত্তিতে এসে লাশগুলো উদ্ধার করা হয়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে, গত ৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চ বেপরোয়া গতিতে এসে ৪০-৫০ জন যাত্রীসহ খেয়া পারাপারের একটি ট্রলারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের দশজন যাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় এখনো ৬ যাত্রী নিখোঁজ রয়েছে।
উদ্ধারকৃত লাশের মধ্যে এক পরিবারের চারজন নিখোঁজ হওয়া জেসমিন আক্তার নামে এক নারী ও তার মেয়ে তাসনিমের মরদেহ রয়েছে। তবে অন্যদের পরিচয় শনাক্ত করা যায়নি এখনো।
আব্দুল্লাহ আল আরেফিন জানান, ডুবে যাওয়া ট্রলারটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে, ট্রলারডুবির ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
Related News

জাবি প্রেসক্লাবের নতুন উপদেষ্টা অধ্যাপক ছায়েদুর রহমান
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২২-২৩ সেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগেরRead More

গৃহকর্মী সেজে স্বর্ণসহ ২৮ লাখ টাকার মালামাল লুট
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গৃহকর্মী সেজে ৩৬ ভরি স্বর্ণসহ ২৮ লাখ টাকারRead More
Comments are Closed