Main Menu

ইবিতে বাংলা বানান বিষয়ক সেমিনার অনুষ্টিত

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবী-ফারসি শব্দ বাংলা প্রতিবর্ণীকরণ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র-নজরুল কলা ভবনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‘বাংলা বানান জটিলতা স্বরুপ মূল্যায়ণ’ শিরোনামে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচ.ডি. গবেষক ফৌজিয়া খাতুন। এসময় প্রফেসর ড.গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে গবেষণা তত্ত¡াবধায়ক প্রফেসর ড. হাবিবুর রহমনের (রহমান হাবিব) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গবেষণার বিষয়ে বিভাগের প্রফেসর ড. মনজুর রহমান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল ইসলামসহ অন্যান্যরা সার্বিক মূল্যায়ন ও বক্তব্য রাখেন।

এ সময় আলোচকবৃন্দ বলেন, ‘বিদেশী ভাষাকে যখন আমরা বাংলাভাষায় ব্যবহার করি তখন তাকে বাংলা বর্ণে রুপান্তর করার চেষ্টা করি। এর বিজ্ঞান সম্মত নাম প্রতিবর্ণীকরণ। অর্থাৎ ভিন্ন ভাষার শব্দকে যখন তার ধ্বনিতাত্তি¡ক বৈশিষ্ট্যের আসন্নমানসহ বাংলা গ্রহণ করা হয়, তখন হয় বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ। এ ধরণের প্রতিবর্ণীকরণ প্রায়শই ধ্বনিতাত্তি¡ক সূক্ষতা ধারণ করতে পারেনা। সেজন্য এসব ক্ষেত্রে মূল উদাহারণের কাছাকাছি থাকারই চেষ্টা প্রধানত দেখা যায়।

 

Share





Related News

Comments are Closed