Main Menu
শিরোনাম
সিলেটে করোনায় ১ জনের মৃত্যুর দিনে শনাক্ত ৪         শনিবার গ্যাস থাকবে না মৌলভীবাজারের ৩ উপজেলায়         সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৩         জকিগঞ্জে নাশকতা, অজ্ঞাত ৫শ’ জনের বিরুদ্ধে মামলা         ছেলে হত্যা, আপস না করায় বাবাকেও পিটিয়ে হত্যা!         সিলেটে হচ্ছে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র         ছাতকে ৩৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১         শাহ আরেফিন টিলা থেকে ২৫১ কোটি টাকার পাথর লুট, দুদকের মামলা         দক্ষিণ রণিখাই ইউপির আ’লীগ প্রার্থী সাবেক শিবির নেতা, মনোনয়ন পুনবিবেচনার দাবি         বালাগঞ্জের ৬ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত         মৌলভীবাজারে চালু হলো পর্যটক বাস সার্ভিস         সিলেটে করোনায় ১৬ জন শনাক্তের দিনে সুস্থ ২৩        

প্রেমিক খুঁজছেন ৮৫ বছর বয়সী মডেল!

বিনোদন ডেস্ক: ‘আমি এখন একা, এই মুহূর্তে কোনো সম্পর্কে নেই। তবে সঙ্গী পেতে চাই। সুখের সন্ধানে আছি।’ বিভিন্ন ডেটিং সাইটে একাউন্ট খুলে তার বিবরণীতে এ কথাগুলোই লিখেছেন ৮৫ বছর বয়সী এক মার্কিন মডেল। এমনকি এই বয়সেও নিজেকে উপস্থাপন করেছেন একজন আবেদনময়ী নারী হিসেবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা হ্যাটির রেট্রোএজ এর সবশেষ প্রেমিক ছিলেন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ায় নতুন প্রেমিকের সন্ধান করছেন তিনি। তবে শর্ত দিয়েছেন সেই প্রেমিকের বয়স হতে হবে ৩৫ এর নিচে।

জানা গেছে, ফ্যাশন দুনিয়ায় সিনিয়র মডেল বলে ডাকা হয় এমন সব বয়স্ক তারকাদের। বৃদ্ধা বয়সেও কমবয়সী মডেলদের সঙ্গে এখনও পাল্লা দিয়ে চলেছেন ক্যামেরার পোজে। করেন ফটোশ্যুটও। আর সেই ছবি নিয়মিত পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফিটনেস ধরে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন মার্কিন এই সিনিয়র মডেল। আর ব্যক্তিত্বের কারণে পুরো ফ্যাশন দুনিয়া তাকে ডাকেন গ্ল্যাম গ্র্যান অর্থাৎ সুন্দরী দাদি বলে।

বরাবরই কম বয়সী পুরুষদের সঙ্গ নেওয়া এই গ্ল্যাম গ্র্যানের বিচ্ছেদ হয় ৪৮ বছর বয়সে। একের পর এক প্রেমিক বদল করেছেন তিনি। তবে কিছুটা দীর্ঘ সময় কাটিয়েছেন সবশেষ ছেদ পড়া ৩৯ বছর বয়সী প্রেমিকের সঙ্গে। সেই সম্পর্কে ছেদ পড়ায় আবারও নতুন মজনুর সন্ধানে ৮৫ বছর বয়সী এই নারী।

সূত্র: আনন্দবাজার

0Shares

Related News

Comments are Closed