রিট খারিজ, মেডিকেল ভর্তি পরীক্ষা ২ এপ্রিল

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে আনা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ২ এপ্রিলই হচ্ছে ভর্তি পরীক্ষা।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
রিটের পক্ষে আইনজীবী ছিলেন মুনতাসির মাহমুদ রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আগামী ২ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সম্পূর্ণ আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২১ মার্চ মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়।
রিটে করোনা পরিস্থিতির উন্নতি হলে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। মেডিকেল ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জনস্বার্থে এ রিটটি করেন।
Related News

এইচএসসিতে বৃত্তি পেলেন ১০ হাজার ৫১ জন
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি ওRead More

গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় বাড়লো
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিRead More
Comments are Closed