সিলেটে আরো ১২ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। আর এসময়ে ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে কেউ করোনায় মারা যাননি। বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭৫ জন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫জন, সুনামগঞ্জে ১জন, হবিগঞ্জে ১জন ও মৌলভীবাজারে আরও ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৯৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৯২জন।
সিলেটের চার জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৪জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।
Related News

সিলেটে বিষপানে যুবতীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কীটনাশন জাতীয় বিষ পান করার পর সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একRead More

করোনায় মারা গেলেন সিকৃবির প্রফেসর ড. মাহফুজুল হক
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত¡ ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচRead More
Comments are Closed