সিলেটে আরো ১৯ জনের করোনা শনাক্ত, সুস্থ ১২

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থতার হারও। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ১২ জন।
নতুন শনাক্তদের ১৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৪৫৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২১ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১০৭ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৯১ জন, হবিগঞ্জের ১ হাজার ৬০৬ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৮০৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৪০ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন এবং মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান গলমাধ্যমকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে কারও মৃত্যু হয়নি। নতুন করে আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ১২ জন।’
Related News

সুনামগঞ্জে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে নির্মাণ কাজ শেষে হওয়ার আগেই ভেঙে পড়েছে একটি সেতু। সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কেরRead More

হবিগঞ্জে আ.লীগ প্রার্থী সেলিম বিজয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম বিজয়ীRead More
Comments are Closed