সিলেটে আরও ৩০ জনের করোনা শনাক্ত, সুস্থ ৫৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
৩০ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ২০ জন রয়েছেন সিলেট জেলার। ২ জন বিভাগের মৌলভীবাজার জেলার। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ৩৭ জনই মৌলভীবাজার জেলার বাসিন্দা। বাকি ২০ জন সুস্থ হয়ে উঠেছেন সিলেট জেলায় বাসা ও বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে। এ নিয়ে বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৮১ জনে দাঁড়ালো।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৪২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩১ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, মৌলভীবাজারে ৫ জন ও সুনামগঞ্জে একজন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৯৮১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।
Related News

সিলেটে কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় লাকী বেগম (২৩) নামে এক গৃহবধূ খুনRead More

সিলেটে ঘন ঘন দুর্ঘটনার প্রতিবাদে তিন উপজেলাবাসীর অবস্থান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় ফুঁসে উঠেছে তিন উপজেলারRead More
Comments are Closed