দেশে করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৭১৮

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে,। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৭১৮ জন। এই চব্বিশ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে শনাক্ত হওয়া আরও ৭১৮ জনকে নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ২০ জন হয়েছে।
একইসময়ে আরও ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্যে দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন হয়েছে।
আর গত একদিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। নতুন মৃতদের মধ্যে পুরুষ ১০ জন, নারী ৬ জন।
Related News

দেশের ৩১ পৌরসভায় ভোট ২৮ ফেব্রুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী। এসব পৌরসভায়Read More

দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ৭০২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এRead More
Comments are Closed