Main Menu

ইবি’র সেই সহকারী প্রক্টরকে পদ থেকে অব্যাহতি

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষককে হত্যার হুমকিদাতা সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বেলা ১২ টায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এম এম নাসিমুজ্জামানকে ৫ জানুয়ারি থেকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১লা জানুয়ারী আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেন এমএম নাসিমুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ফাঁকা স্থানে সবজি চাষ করাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ইবি থানায় সাধারণ ডায়েরী করেন আলতাফ হোসেন। এছাড়া প্রশাসনের কাছে এর বিচার দাবি করেন তিনি। পরে সামাজিক যোগযোগ মাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে নাসিমুজ্জামানের বিচার দাবি করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ঘটনার প্রেক্ষিতে নাসিমুজ্জামানকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে অভিযুক্ত সহকারী প্রক্টররকে অব্যাহতি দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করেন ইবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় তারা নাসিমুজ্জামানের আবাসিকতা বাতিলসহ দৃষ্টান্তমূল শাস্তির দাবি করেন।

 

Share





Related News

Comments are Closed