Main Menu

বিশ্ব শিশু দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আজ বিশ্ব শিশু দিবস। একই সঙ্গে আজ সোমবার থেকে শুরু হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। এছাড়া আগামীকাল মঙ্গলবার জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হবে। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনের শুরুতেই মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ করার অঙ্গীকার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। করোনা মহামারিতে বিশ্বব্যাপী নারীর চাকরির সুরক্ষার আহ্বান নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোলমডেল সৃষ্টি করেছে, এ ঘোষণার মাধ্যমে তা বিশ্বব্যাপী আরও ছড়িয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার বিশ্বব্যাপী নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি অর্জনে মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্যÑ ‘শিশুর সঙ্গে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে।’ ৬ অক্টোবর আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতারÑ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হবে।

আজ থেকে ১১ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে বলেও জানান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী।

 

Share





Related News

Comments are Closed