Main Menu

দেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৭১

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জন। এছাড়া এসময়ে আক্রান্ত হয়েছেন ৩,১৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১,৬৭৫ জন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাসে নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ১২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ৫৫টি ল্যাবে ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৭৭৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

বিশ্ব পরিস্থিতি

জন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ১১ হাজার ১৪৭ জনে ছুঁয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে চার লাখ আট হাজার ৯৮৬ জনে দাঁড়িয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এপর্যন্ত ২১৫টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed