Main Menu

২১৩১ টাকার ওষুধেই সুস্থ হবে করোনা রোগী!

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের করাল গ্রাসে পৃথিবী অসহায়। চোখের সামনে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। আক্রান্ত হচ্ছে লাখ লাখ লোক। কেউ কিছু করতে পারছে না। নেই কোনও প্রতিকার। চিকিৎসা বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম ও গবেষণা করছেন ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কারের জন্য। কিন্তু এখনও কূলকিনারা খুঁজে পাচ্ছেন না।

এ পর্যন্ত গোটা বিশ্বে ৫২ লাখ ১৪ হাজার ১৯ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন।

যুক্তরাষ্ট্রের গবেষকরা বলেছেন, তাদের তৈরি ওষুধ রেমডেভিসির করোনা চিকিৎসায় সফলতা দেখাচ্ছে। গবেষকদের দাবি, রেমডেভিসিরের সঙ্গে এইচআইভি’র ওষুধ ব্যবহারে করোনা রোগী সেরে উঠতে শুরু করেছে। রেমডেভিসির ও এইচআইভি’র ওষুধ একসঙ্গে ব্যবহার করলেও কিছু রোগীর হার্টের সমস্যা গুরুতর হচ্ছে। ফলে রক্ত জমাট বাঁধা ও রক্ত স্বাভাবিক থাকার সমস্যা কাটাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

বিজ্ঞানীরা বলছেন, উচ্চ রক্তচাপের ওষুধ করোনা রোগীর জীবন বাঁচাতে সহায়ক হবে। সেই ওষুধটির নাম প্রাজোসিন।

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেসব রোগী একেবারে গুরুতর হয়ে পড়ছেন এই প্রাজোসিন ওষুধ তাদের জীবনের ঝুঁকি কমিয়ে দিতে পারে। কোনও রোগী টানা একমাস প্রাজোসিন ওষুধ ব্যবহার করলে তার খরচ পড়বে ২ হাজার ১৩১ টাকা।

Share





Related News

Comments are Closed