Main Menu

বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা বিএসএফ’র

বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত যুবকের নাম গোলাম রব্বানী (৩৫)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে উপজেলা চোচপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে ওই যুবক নিহত হন।

নিহত গোলাম রব্বানীর বাড়ি উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী সমিরনগর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম।

এদিকে পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে রব্বানী সীমান্তের ওপার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম।

0Shares

Comments are Closed