Main Menu

জাবির আইবিএ ইনফিউশন ক্লাবের উইন্টারফেস্ট

জাবি প্রতিনিধি: নাচ, গান আর আয়োজনে শীতকে স্বাগত জানাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ (আইবিএ-জেইউ)।

অনুষদের সাংস্কৃতিক ক্লাব “ইনফিউশনের” তত্ত্বাবধানে বুধবার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে তিনটায় শুরু হয় উইন্টারফেস্ট উদযাপন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিরেক্টর প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ রাফিউল হক।

এছাড়াও বক্তব্য রাখেন ইনফিউশন ক্লাবের মডারেটর পলাশ সাহা। অনুষ্টানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন।

নাচ-গান আর আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা সাংস্কৃতিক সন্ধ্যাকে মুখরিত করে। এ সময় অনুষদের ডিরেক্টর রাফিউল হক আবৃত্তি করেন সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা, “হে সূর্য”।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণের মধ্যে ছিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দৃষ্টির অভিনীত কার্টুন মীনা অবলম্বনে নাটিকা। কিবোর্ড, বেহালা আর গিটারের পাশাপাশি অনুষ্ঠানের বিদায়লগ্নে মঞ্চে উঠে সৈকত কর এর নেতৃত্বে “আইবিএ ইনহাউজ ব্যান্ড।”

অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে সভাপতি রোদসী তাসনীম তকী জানান, “পুরো অনুষ্ঠান জুড়ে সবার অংশগ্রহন এবং সহযোগীতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। বিশেষ করে অনুষ্ঠানে পারফর্মেন্স গুলো ছিল দর্শকদের মাঝে বেশ সাড়া জাগানো।”

উল্লেখ্য প্রতিবছর ডিসেম্বর-জানুয়ারি মাসে জাহাঙ্গীরনগর আইবিএ উইন্টারফেস্টের মাধ্যমে স্বাগত জানায় শীতকে।

Share





Related News

Comments are Closed