Main Menu

কমলগঞ্জে তিনটি লক্ষীপেঁচার বাচ্চা উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি লক্ষীপেঁচার বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।

সোমবার (২৭ জানুয়ারী) সকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভবনের ছাদ থেকে এই লক্ষীপেচাগুলো উদ্ধার করা হয়। বর্তমানে প্রানীগুলোকে বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষনের জন্য রাখা হয়েছে।

বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘ফায়ার সার্ভিসের ছাদে পরিষ্কার-পরিছন্ন কাজ করতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি লক্ষীপেঁচার বাচ্চা দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল কাদির আমাদের খবর দিলে আমরা লক্ষীপেঁচার বাচ্চাগুলো নিয়ে আসি। এগুলোর বয়স প্রায় ১ মাস হবে। কাক কিংবা অন্য কোন প্রাণী এই বাচ্চাদের আঘাত করেছে বলে আমরা ধারনা করছি। তারা পুরোপুরিভাবে এখনো উড়তে পারে না। আমরা এগুলোকে সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষনে রেখেছি। লক্ষীপেঁচা নিশাচর প্রাণী রাতের বেলায় এদের বিচরন সুস্থ্য মনে হলে তাদের আজ রাতেই এগুলোকে বনে অবমুক্ত করা হবে।’

Share





Related News

Comments are Closed