খাদিমপাড়ায় সড়কে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন
প্রকাশিতকাল: ৮:২৮:০০, অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৯, সংবাদটি পড়েছেন ৬৩ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের একটি আবাসিক এলাকার সড়কে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ঝুলছে। বাশ ও কাঠ দিয়ে লাইনের খুটিগুলো টিকিয়ে রাখা হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। এ অবস্থায় ঝুকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের জন্য বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
ইউনিয়নের বহর পশ্চিম আবাসিক এলাকার ১ নম্বর রোডের বাসিন্দা নজরুল ইসলাম চিশতি গত ২৭ নভেম্বর এলাকাবাসীর পক্ষে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) প্রধান প্রকৌশলী বরাবরে লাইন সংস্কারের আবেদন করেন। এর আগে তিনি ১২ নভেম্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন করেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
আবেদনে নজরুল উল্লেখ করেন, পশ্চিম বহর আলবারাকা ১ নম্বর রোডে ৯টি খুটির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এসব খুটির বিদ্যুৎ লাইন খোলা অবস্থায় ঝুলে আছে। ধীরে ধীরে তার ঝুলে হাতের নাগালে আসছে। এমনকি খুটিগুলো বাশ, কাঠ ও রশি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। ঝুকিপূর্ণ লাইন এলাকায় একটি মসজিদ ও মাদ্রাসা রয়েছে। লাইনটি রাস্তা দিয়ে চলাচলকারী শিক্ষার্থীসহ সকলের জন্য বিপদজনক।
নজরুল ইসলাম চিশতি জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার বিষয়টি অবগত আছেন। তারাও অনুরোধ করেছেন লাইনটি ঠিক করার জন্য। তিনি জানান, রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো লোক যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে লাইন সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
Related News

তামাবিল দিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশে বাধা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতেRead More

‘ভূমি আত্মসাতে মাকে ছেলে-মেয়ের নির্যাতন’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ের সময় স্বামীর দেয়া জমি ফিরিয়ে নিতে সৎ পুত্র, কন্যা ওRead More
Comments are Closed