প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু
প্রকাশিতকাল: ১২:০২:০১, অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৯, সংবাদটি পড়েছেন ৮৭ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে আজ রোববার (১৭ নভেম্বর) থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে পরীক্ষা। তবে, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে ৬ বিষয়ে মোট ৬০০ নম্বরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার প্রথম দিনে সারা দেশের ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিদেশের ১২টি কেন্দ্রে শিক্ষার্থীরা অংশ নিবে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ২ লক্ষ ২৩ হাজার ৬১৫ জন বলে শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এদের মধ্যে ২৫ লাখ ৫৩ হাজার ২৬২ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী ইবতেদায়ি সমাপনী পরীক্ষার অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তায় দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হয়েছে।
পরীক্ষা উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রয়োজনে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৯৫৭৭২৫৭ ও ইমেইলঃ mopmesch2@gmail.com.অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোনে নন্বর ০২-৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯, ইমেইলঃ destabdpe@gmail.com সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News

ইবি’র মেধাতালিকায় ভর্তি সম্পন্ন, শূন্য আসন ৮৭২টি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায়Read More

দেড় যুগেও এমপিও ভুক্ত হয়নি সালুটিকর কলেজ
গোয়াইনঘাট প্রতিনিধি: ২০০২ খ্রিষ্টাব্দে ঐতিহ্যবাহী পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে সালুটিকর ডিগ্রী কলেজেরRead More
Comments are Closed