• Home

www.boishakhinews24.com

আজ ১৩ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
Main Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সিলেট বিভাগ
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • সিলেট নগরী
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রীড়া
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • সাহিত্য
  • বিশেষ সংবাদ
  • বিভাগীয় সংবাদ
    • ঢাকা
    • খুলনা
    • চট্রগ্রাম
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
  • অন্যান্য
    • ফিচার
    • শিক্ষা
    • নারী
    • কৃষি
    • লাইফ স্টাইল
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • স্বাস্থ্য তথ্য
    • বিচিত্র সংবাদ

শিক্ষক-কর্মচারী সংকটে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রকাশিতকাল: ৬:৩৯:০২, অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯, সংবাদটি পড়েছেন ৪৬ জন

বৈশাখী নিউজ ডেস্ক: ২০০৫ সালে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভবন। নগরীর উপকণ্ঠ টিলাগড় এলাকায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে। এরপর পেরিয়েছে ১১ বছর। এ দীর্ঘ সময়েও অধ্যক্ষ নিয়োগ হয়নি কলেজটিতে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজটির অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত প্রতিষ্ঠান সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ। প্রতিষ্ঠার এত বছরেও স্থায়ী কর্মচারীও পায়নি কলেজটি।

তথ্যমতে, কলেজটিতে বর্তমানে স্নাতক শ্রেণীতে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে পড়াশোনা করছেন তারা। কিন্তু স্থায়ী অধ্যক্ষ না থাকায় নিয়মিতই প্রশাসনিক ও একাডেমিক নানা সমস্যায় পড়তে হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের। কারণ অতিরিক্ত দায়িত্বে থাকলেও সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ সাধারণত নিজ প্রতিষ্ঠানেই অবস্থান করেন।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, কলেজে স্থায়ী অধ্যক্ষ নেই। পলিটেকনিক্যালের অধ্যক্ষ এই কলেজেরও অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। কিন্তু তিনি এখানে খুব কমই আসেন। ফলে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে তার সঙ্গে দেখা করতে হয়।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে বিভিন্ন সার্টিফিকেট পেতেও ঝামেলায় পড়তে হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ বিষয়ে তাদের ভাষ্য, আমরা দীর্ঘদিন থেকেই প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানিয়ে আসছি। সরকার থেকে বিভিন্ন সময় এ ব্যাপারে আশ্বাস দেয়া হলেও এখনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।

স্থায়ী অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কাজে নানা জটিলতা ও দীর্ঘসূত্রতা মোকাবেলা করতে হয় বলে অভিযোগ করেছেন কলেজটির একাধিক কর্মকর্তাও। তারা জানান, শুধু স্থায়ীভাবে নিযুক্ত অধ্যক্ষ নয়, এখন পর্যন্ত স্থায়ী ভিত্তিতে কোনো কর্মচারীও নিয়োগ দেয়া হয়নি কলেজটিতে। মাস্টাররোলে কর্মরত ও ধারকর্য করে আনা কর্মচারীদের দিয়েই চলছে কার্যক্রম। কলেজটিতে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে ৮৫টি। এর বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩১ জন। কর্মচারীদের সবাই চুক্তিভিত্তিক। স্থায়ী নিয়োগ পাননি কেউই।

শিক্ষা কার্যক্রম চালুর পর প্রায় এক দশক এখানে শিক্ষা কার্যক্রম চলেছে স্থায়ীভাবে নিযুক্ত কোনো শিক্ষক ছাড়াই। গত বছরই প্রথম স্থায়ী ভিত্তিতে ১৮ জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়। এখনো শিক্ষক পদ শূন্য রয়ে গেছে ২০টি।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে কোনো কলেজে প্রকৌশল বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য কোনো নীতিমালা নেই। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটিও নির্মাণ হয়েছে অপরিকল্পিতভাবে। ফলে আলাদা নীতিমালা তৈরি করে এখানে শিক্ষক নিয়োগ দিতে দীর্ঘ সময় লেগে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগে তো এ প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ ছিল। একজনও স্থায়ী শিক্ষক ছিলেন না। আমি দায়িত্ব নেয়ার পর ১৮ জন শিক্ষক নিয়োগ হয়েছে। অধ্যক্ষ নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। তারা কর্মরত শিক্ষকদের মধ্য থেকে নাকি বাইরে থেকে কাউকে এনে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেবে, সেটা তাদের বিবেচনার বিষয়। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়টি বিবেচনা করবে সরকার।

এছাড়া নামে ইঞ্জিনিয়ারিং কলেজ হলেও এখানকার ল্যাব সুবিধাও বেশ অপ্রতুল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কম্পিউটার ল্যাব তৈরির জন্য কলেজ প্রতিষ্ঠাকালেই ক্রয় করা হয়েছিল ২৯২টি কম্পিউটার। শিক্ষক আর প্রশিক্ষকের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ছিল কম্পিউটার ল্যাব। ফলে অনেক কম্পিউটারই নষ্ট হয়ে পড়েছে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের কোনো পরিবহন সুবিধাও নেই।

শিক্ষা Comments are Off


« পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান (Previous News)
(Next News) হাইকোর্ট থেকে জামিন পেলেন সিলেট বিএনপির ২৯ নেতা »



Related News

ইবি’র মেধাতালিকায় ভর্তি সম্পন্ন, শূন্য আসন ৮৭২টি

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায়Read More

দেড় যুগেও এমপিও ভুক্ত হয়নি সালুটিকর কলেজ

গোয়াইনঘাট প্রতিনিধি: ২০০২ খ্রিষ্টাব্দে ঐতিহ্যবাহী পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে সালুটিকর ডিগ্রী কলেজেরRead More

  • ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান’

  • কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • সিকৃবিতে ‘সমন্বিত পদ্ধতিতে’ ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • শাবিতে আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শনিবার

  • বুয়েটের ৯ ছাত্রকে হল থেকে আজীবন বহিষ্কার

  • ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

  • ৪১তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

Comments are Closed

সর্বশেষ

  • সুনামগঞ্জে বিআরটিসি বাস কাউন্টারে হামলা
  • চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
  • বড়লেখায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
  • দৈনিক সংগ্রাম অফিসে হামলা ভাঙচুর
  • শহীদ বুদ্ধিজীবী দিবস শনিবার
  • দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা
  • সিলেটে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
  • মনিপুরী নারী বিদ্রোহ দিবস পালন
  • কওমি মাদ্রাসাগুলো ঈমান-ইসলামের বাতিঘর
  • ১০৬ জনকে নিয়োগ দেবে জালালাবাদ গ্যাস

আবহাওয়া

https://www.booked.net/

+22
°
C

+22°
+20°

Sylhet
Wednesday, 27

See 7-Day Forecast

এই মূহুর্তের পাঠক

২৩ Users Online
Editor: Mohammed Mohsin
Office: Block C, House 10 (Ist Floor)
KumarPara, Sylhet-3100, Bangladesh
E-mail: boishakhinews24@hotmail.com
Website: https://www.boishakhinews24.com
Phone: +880 1711 921197
© Copyright-2014 Boishakhinews24.com All Rights Reserved

Developed By Mediait

© 2019: www.boishakhinews24.com | NewsPress Theme by: D5 Creation | Powered by: WordPress