Main Menu

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত সুমন গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে জেলার মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার হাঁসখালী থানার শিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঝিনাইদহ খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান।

তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে ফেরার পথে ভারতের ৩০০ গজ ভেতরে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সুমনকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর হাঁসখালী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। সুমনের লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান লে. কর্নেল কামরুল আহসান।

Share





Related News

Comments are Closed