Main Menu

টাকার ওপর লেখালেখি ও সিল দেওয়া বন্ধের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সব টাকার ওপর লেখালেখি, সিল দেওয়া ও স্ট্যাপলিং বন্ধ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ সময় ধরে টাকার নোটগুলো যেন প্রচলনযোগ্য থাকে, সে জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকার ওপর বিভিন্ন কালিতে লিখনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে ব্যাংকারদের ভূমিকাই বেশি।

প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রচলিত ব্যাংক নোটের ওপর লেখা, সিল, স্বাক্ষর ও বারবার স্ট্যাপলিং করার কারণে অপেক্ষাকৃত কম সময়ে অপ্রচলনযোগ্য হয়ে পড়ছে। এ ছাড়া সব টাকার প্যাকেটে সিল দেওয়া ব্যাংকগুলোর নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। এতে অল্প সময়ে নোট ময়লা ও অচল হয়ে পড়ছে। আর স্ট্যাপলিংয়ের কারণে নোটের স্থায়িত্বও কমে যাচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে সব ধরনের নোটের ওপর লেখালেখি, স্বাক্ষর, সিল প্রদান ও স্ট্যাপলিং বন্ধ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। নোটের প্যাকেট ব্যান্ডিং করতে ২৫ থেকে ৩০ মিলিমিটার পলিমার টেপ ব্যবহার করতে হবে। প্রয়োজনে ব্যাংকগুলো আরও উন্নত প্রযুক্তির ব্যবহার করতে পারে। তবে এক হাজার টাকার নোটে ১ থেকে ১ দশমিক ১৫ সেন্টিমিটারের স্ট্যাপলিং ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed