Main Menu

জাবিতে উন্নয়ন প্রকল্প নিয়ে পৃথক সংবাদ সম্মেলন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ ও শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে চলমান আন্দোলন নিয়ে প্রশাসনের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক দাবি করে উন্নয়ন প্রকল্পে বাঁধা না দেয়ার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা একটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে প্রকল্পে দুর্নীতির অবিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এসময় বক্তারা আন্দোলনরত এক শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর পক্ষ থেকে আল্টিমেটাম ও আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে অবরোধ কর্মসূচীর ঘোষণা দেন। এসময় সোমবার অবরোধের পক্ষে বিশ্ববিদ্যালয়ে মিছিল এবং মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলন শেষে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যারয়ে গানের মিছিল বের করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শোভন, ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, ছাত্র ফ্রন্ট জাবি সংসদের (মার্কসবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ, বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষন পরিষদ জাবি শাখার সমন্বয়ক আবু সাঈদ, মুখপাত্র খান মুনতাসির আরমান, আহবায়ক শাকিল উজ্জামান, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মহা পরিকল্পনা নিয়ে মিথ্যা অভিযোগ এনে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পকে বাঁধাগ্রস্ত করার হীন চক্রান্ত চলছে বলে দাবি করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। রোববার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে এক প্রতিবাদী সংবাদ সম্মেলনে এমনটি দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ উন্নয়ন পরিকল্পনার অর্থ লুটপাটের ঘটনা অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন। কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী মিথ্যা অভিযোগের ভিত্তিতে উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার যাবতীয় কার্যক্রম স্বচ্ছভাবে চলছে দাবি করে সবাইকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে সহযোগীতার আহবান জানান।

এ সময় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীম, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক নীলাঞ্জন সাহা, অধ্যাপক মো. হানিফ আলী, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক ফরহাদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed