গোলাপগঞ্জে জোড়া খুনের মামলায় ১জনের মৃত্যুদন্ড
প্রকাশিতকাল: ৬:২০:৪১, অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯, সংবাদটি পড়েছেন ৯৭ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে জোড়া খুনের মামলায় একজনকে মৃত্যুদন্ড এবং অপর এক আসামীকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত কামরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। এছাড়া একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে রানু মিয়াতে তিন বছরের সাজা দিয়েছেন আদালত।
মামলার অপর দুই আসামি মনোয়ারা বেগম এবং আয়েশা আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জের মেহেরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল আহমেদ ও ফারুক মিয়ার উপর হামলা চালায় আসামিরা। গুরুতর আহত হয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল ও ফারুক।
ঘটনার দুই দিন পর নিহতদের বোন নাজিরা বেগম চারজনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করে।
Related News

মানবতাবিরোধী অপরাধে টিপু সুলতানের মৃত্যুদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুসRead More

হেগের আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি মঙ্গলবার থেকে শুরু হয়েছে।Read More
Comments are Closed