Main Menu

আজ থেকে শুরু কৃষিশুমারি

বৈশাখী নিউজ ডেস্ক: কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি ও কৃষির উপখাত সম্পর্কে সর্বশেষ তথ্য সংগ্রহের জন্য আজ রোববার থেকে শুরু হচ্ছে কৃষি শুমারি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ শুমারি পরিচালনা করছে। শুমারি চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কৃষি অনুষদের জন্য বিশ্ব প্রোগ্রামের নির্দেশিকা অনুযায়ী এ শুমারি পরিচালিত হবে। ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সর্বশেষ তথ্য সংগ্রহ করা হবে।

দেশের জিডিপিতে কৃষিতে ১৩.৩১ শতাংশ অবদান রয়েছে। কৃষি খাতে ৪০ শতাংশ মানুষ জড়িত। কৃষি শুমারির তথ্য সংগ্রহের জন্য সারাদেশে প্রায় দেড় লাখ তথ্য সংগ্রাহক কাজ করবে।

তথ্য সংগ্রহের জন্য মডিউলার পদ্ধতি অনুসরণ করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক জাফর আহমেদ খান বলেন, উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃষি শুমারির তথ্য সংগ্রহে সমন্বয়কারী থাকবে। এরই মধ্যে সমন্বয়কারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed