Main Menu

সালমান শাহ’র মামলার পুনঃপ্রতিবেদন ২২ মে

বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহের ‘অপমৃত্যু মামলার পুনঃতদন্ত প্রতিবেদন’ ২২ মে। গতকাল সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে কোনো প্রতিবেদন দাখিল করেনি। সে জন্য ঢাকার মহানগর হাকিম বাকি বিল্লাহ মামলার নথি পর্যালোচনা করে আগামী ২২ মে পুনঃপ্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। ওই সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে- অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

Share





Related News

Comments are Closed