Main Menu

রিকশাচালককে মারধরকারী আ’লীগ নেত্রী বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: রিকশাচালককে মারধর করা ও বকা দেয়া নেত্রীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এর আগে রিকশাচালকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রিকশাচালকে মারধর ও বকাঝকা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের মহিলা সম্পাদিকা সুইটি আক্তার শিনু। এর জেরে অভিযুক্ত সুইটি আক্তার শিনুকে বহিষ্কার করলো আওয়ামী লীগ।

সুইটি আক্তার শিনুকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন তালুকদার।

মোঃ মকবুল হোসেন তালুকদার বলেন, ‘যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আমরা দেখেছি। এরপর তাৎক্ষনিকভাবে বসে সবাই সিদ্ধান্ত নিয়েছি তাকে দলের কমিটি থেকে বহিষ্কার করার।’

তিনি আরও জানান, ‘সুইটি আক্তার শিনু এক-দেড় বছর আগে এই কমিটিতে যুক্ত হন। এছাড়া তিনি স্থানীয় আওয়ামী লীগের সাংসদ পরিচালিত একটি স্কুলের অভিভাবক সদস্য।’

বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন সুইটি আকতার শিনু। তিনি বলেন, ‘আমার ভুল হইছে। আমার দল ঠিক করেছে।’

এ ঘটনায় তিনি অনুতপ্ত বলেও জানান। তিনি বলেন, ‘আমি একদম স্যরি, যেহেতু আমার ভুল হয়ে গেছে। আমার এটা করা উচিত হয়নি। আমি স্যরি বলতেছি।’

তবে অনুতপ্ত বললেও আবার অন্যকে দোষ দিতেও ভুলে যাননি এ আওয়ামী লীগ নেত্রী। তিনি বলেন, ‘দলের বাইরের কিছু লোক ভিডিও করে তাকে অপব্যবহার করছে। এই ইলেকশনকে কেন্দ্র করে এইগুলা করতেছে। বেশি আমাদের বিপক্ষের লোকগুলা লেখালেখি করতেছে।’

Share





Related News

Comments are Closed