Main Menu

নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আইন সাপোর্ট করলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। আমরা স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করেছি। সেখানে ভালো ফল পাওয়া গেছে।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, তাদের পরিচয়ত্র দেয়া হবে। সেটা দেখিয়ে তারা ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন।

বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের জানুয়ারির মধ্যেই পরবর্তী নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশনার।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হয়ে যাওয়ার পর সাংবিধানিকভাবে ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হওয়ার কথা। তবে বিএনপিসহ বিরোধী দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় রয়েছে। গত নির্বাচন বর্জন করা বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এমনটা ভেতরে ভেতরে আভাস পাওয়া গেলেও এখনও দলটি নির্বাচনে আসার ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেয়নি।

Share





Related News

Comments are Closed