Main Menu

বৃহস্পতিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

Manual8 Ad Code

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া বা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবেরবাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

তবে সাট-ডাউন চলাকালা বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং কাজ শেষ হওয়ার সাথে সাথে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Manual5 Ad Code

সাময়িক এ অসুবিধার জন্য গ্রহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code