Main Menu

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ যেভাবে পড়বেন

Manual3 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিদিন কোটি ব্যবহারকারীর বার্তা আদান–প্রদানে ব্যস্ত থাকে। অনেক সময় এমন ঘটে আপনি মেসেজটি পড়ার আগেই প্রেরক সেটি ডিলিট করে দেন। ফলে কৌতূহল জাগে, আসলে কী লেখা ছিল সেই মেসেজে?

অনেকে এ ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এসব অ্যাপ ডিলিট হওয়া মেসেজ দেখানোর দাবি করলেও নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। কারণ এসব অ্যাপ আপনার ব্যক্তিগত ডেটায় প্রবেশাধিকার চাইতে পারে, যা গোপনীয়তার জন্য হুমকি।

তবে থার্ড পার্টি অ্যাপ ছাড়াও ডিলিট হওয়া টেক্সট মেসেজ দেখা সম্ভব অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন হিস্ট্রি ফিচারের মাধ্যমে।

Manual5 Ad Code

যেভাবে দেখবেন ডিলিট হওয়া মেসেজ

যাদের অ্যান্ড্রয়েড ১১ বা পরবর্তী ভার্সন রয়েছে, তারা সহজেই ফোনের বিল্ট-ইন নোটিফিকেশন হিস্ট্রি ব্যবহার করতে পারবেন। এজন্য—

Manual3 Ad Code

.হোয়াটসঅ্যাপ সেটিংসে যান

.নোটিফিকেশন অপশন খুলুন

.More settings বা Advanced settings-এ যান

.Notification History চালু করুন

ফিচারটি চালু হলে ফোন গত ২৪ ঘণ্টার সব নোটিফিকেশন সংরক্ষণ করবে। এর মধ্যে হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজও থাকবে। ফলে প্রেরক পরে সেটি ডিলিট করলেও নোটিফিকেশন হিস্ট্রি লগে তা দেখা যাবে। তবে মনে রাখবেন, এই পদ্ধতি শুধু টেক্সট মেসেজ দেখার ক্ষেত্রে কাজ করে। ছবি, ভিডিও বা ভয়েস নোট নোটিফিকেশন হিস্ট্রিতে সংরক্ষিত হয় না।

Manual4 Ad Code

সতর্কতা

গোপনীয়তা রক্ষার স্বার্থে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করাই ভালো। যতটা সম্ভব ডিভাইসের বিল্ট-ইন নিরাপদ ফিচার ব্যবহার করুন।

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code