সব রেকর্ড ভাঙলো যে দেশ, দিচ্ছে ৫ মিনিটে ভিসা!
বৈশাখী নিউজ ডেস্ক: প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণ এবং পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কুয়েত। দেশটি এমন একটি ই-ভিসা ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভিসা জারি করা সম্ভব। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতেই এই বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ এই দ্রুততার কথা উল্লেখ করে বলেন, কুয়েতে ভ্রমণে কোনো দেশের নাগরিকের জন্য কোনো বিধিনিষেধ নেই। তবে মন্ত্রী বলেন, সকল বিদেশি নাগরিককে দেশটিতে স্বাগত জানানো হবে, যদি তারা কুয়েতের আইন ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হন।
এ ছাড়া ভ্রমণ ও বৈধ বসবাসের সুবিধার জন্য ভিজিট ভিসা এবং রেসিডেন্সি পারমিট উভয় প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
Related News
সব রেকর্ড ভাঙলো যে দেশ, দিচ্ছে ৫ মিনিটে ভিসা!
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণ এবং পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে বিশ্বকেRead More
বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না যেসব দেশ
Manual5 Ad Code পর্যটন ডেস্ক: বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘টেকসই উন্নয়নে পর্যটন’। কিন্তুRead More



Comments are Closed