কোটা সংস্কার আন্দোলন, নিহত বেড়ে ২১২

বৈশাখী নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে গুলিবিদ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম আবদুর রহমান (৪৪)। তিনি বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
আবদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে স্বজন আবুল বাশার বলেন, আবদুর রহমান পেশায় কৃষক ছিলেন। তিনি সপরিবারে নরসিংদী সদর দক্ষিণের চৌগা গ্রামে থাকতেন। ২০ জুলাই বেলা তিনটার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে নরসিংদীর পাঁচদোনা এলাকায় বাজার করতে যান। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে তিনি কোমরের নিচে গুলিবিদ্ধ হন। সেদিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান। আবদুর রহমানের তিন মেয়ে ও এক ছেলে আছে। তাঁর বাবার নাম কাজী মো. আমির উদ্দিন।
Related News

১৫ বছর চাকরি করলেই মিলবে পেনশন
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন,Read More

স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তার আবেদন শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে আর্থিক সহায়তা পেতে শিক্ষার্থীদের আবেদন শুরু হবে আগামীকালRead More
Comments are Closed