Main Menu

সুনামগঞ্জে শিল্পীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাউল সমিতি ফাউন্ডেশন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ৩ শতাধিক বাউল শিল্পীদেরকে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন।

বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাউল শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বাউল হীরা মোহন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল,কেন্দ্রীয় যুবলীগ নেতা ফজলে রাব্বী স্মরণ, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাউল আল-হেলাল,আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গীতিকার আসাদ আলী, সিলেট বেতারের বংশীবাদক আলী আকবর ও প্রবীণ বাউল তছকীর আলী প্রমুখ।

Share





Related News

Comments are Closed