Main Menu

হবিগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

বুধবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট-ঢাকা রেলপথে এ দুর্ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক হতাহতের নাম পরিচয় জানা যায়নি। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার মিরপর থেকে ছেড়ে আসা শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজগামী অটোরিকশাটি সিগনাল অমান্য করে রেলক্রসিং পারাপার হবার সময় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের সাথে ধাক্কা লাগে।

গেইট ম্যান মো. রুবেল মিয়া জানান, ট্রেন আসার খবর পেয়ে আমরা মহাসড়কের গেইট নামিয়ে রাখি। এসময় অটোরিকশাটি গেইটের পাশ দিয়ে রেললাইন পার হতে গেয়ে দুর্ঘটনার শিকার হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed