দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খান হিরন (৭০) ওসমানীনগর উপজেলার চিন্তামণি পূর্বপাড়া গ্রামের খানবাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত ইসরাইল খান এর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি নাজিরবাজারে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
রিজেন্ট পার্কে হামলা, ছাত্রদল নেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ওRead More
দক্ষিণ সুরমায় গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মোছা. সুহেনা বেগম (১৫) নামের এক কিশোরীর লাশRead More
Comments are Closed