ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা ও মহব্বতপুর গ্রামবাসীর সংঘর্ষে দু’গ্রামের অর্ধশত লোক আহত হয়েছেন।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।
সংঘর্ষে গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, খুরমা গ্রামের আব্দুল খালিক ও মহব্বত পুর গ্রামের আবুল বসরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রবিবার দু’পক্ষের দুই ছেলের মধ্যে বাক-বিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে পাশাপাশি দু’গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ থামাতে ৩ রাউন্ড ফাঁকাগুলি ও কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Related News

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতেRead More

সুনামগঞ্জে অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ব্যবসায়ী ফখরুল ইসলাম জয়কে হাত-পা বাঁধা অবস্থায় সুনামগঞ্জ-সিলেটRead More
Comments are Closed