গৃহকর্মী প্রীতি উরাং এর মৃত্যুর ঘটনার বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি: ঢাকার মোহাম্মদপুরের ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার কাজে নিয়োজিত শিশু গৃহশ্রমিক প্রীতি উরাং এর অস্বাভাবিক মৃত্যু ঘটনার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববব্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি সবিতা গোয়ালা, সহ সভাপতি পংস্কজ কর, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা ও অর্থ সম্পাদক পরেশ কালিন্দি প্রমুখ।
বক্তারা বলেন, ডেইলি স্টারের মৌলভীবাজার জেলা শ্রতিনিধি মিন্টু দেশোয়ারার মাধ্যমে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে যায় ছোট মেয়ে প্রীতি। শুরু থেকেই পরিবারের লোকজনের সাথে প্রীতির যোগাযোগ তেমন করতে দেওয়া হতো না।
তাই বক্তারা এটি পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে প্রীতি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
এর আগে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রীতির অস্বাভাবিক মৃতুকে হত্যাকান্ড দাবি করে তার সুষ্ট বিচার দাবী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Related News
মৌলভীবাজারে নারী শিক্ষককে ধর্ষণ, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সাবেক নারী শিক্ষককেRead More
কমলগঞ্জে একদফা দাবীতে স্কুল শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডেRead More
Comments are Closed