ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
আহত মইনুদ্দিন নামে এক যাত্রী জানান, লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিল। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।
Related News

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর, রেশমা উদ্ধার ছিল নাটক!
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে রানা প্লাজা ধসের এক যুগ পূর্ণ হলো আজ বৃহস্পতিবার। ২০১৩ সালেরRead More

১৫ দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের আল্টিমেটাম এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগকে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়েছে জাতীয়Read More
Comments are Closed