Main Menu

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রবাস ডেস্ক: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ৫ নভেম্বর রবিবার লুটনের একটি স্থানীয় হলে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব সেলিম আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার এর পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তোয়াহিদুর রহমান টিপু।

জাতীয় সংগীত এর সাথে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে প্রথমেই সম্মেলনের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি পাশা খন্দকার (এম বি ই) ও অন্যান্য অতিথিবৃন্দসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পীকার জনাব খালেছ উদ্দিন আহমেদ, মওরভেলী কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কাউন্সিলর জাহাঙ্গীর হক, সুইন্ডন কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলর জুনাব আলী, টিচার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব আবু হোসেইন, লুঠন কাউন্সিলের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব, প্রধান নির্বাচন কমিশনার মকসুদ রহমান, নির্বাচন কমিশনার কামাল আহমদ, আমিনুল হক আহাদ কাউন্সিলর নওশাদ আলী সাবেক সভাপতি হোসেইন আহমদ,সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

সম্মেলনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন করে প্রার্থী হওয়ায় উপদেষ্টা পরিষদের বিজ্ঞ বোর্ড ৪টি ক্যাটাগরিতে প্রার্থীদের কর্মদক্ষতার উপর সাক্ষাৎকার গ্রহণ করে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত সভাপতি পদে ১ জন ও সাধারণ সম্পাদক পদে ১জন নির্বাচিত করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার মকসুদ রহমান শাহজাহান শিকদারকে সভাপতি, এম এ আলীকে সাধারণ সম্পাদক, ফখরুল ইসলামকে কোষাধ্যক্ষ, জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক এবং সালেহা পারভিন মুন্নীকে মহিলা সম্পাদিকা করে আগামী ২ বৎসরের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।
আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মাহমুদ হাসান (এম বি ই) ও কার্ডিফ কাউন্সিলের সাবেক ডিপুটি লর্ড মেয়র আলী আহমদ।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন তারু মিয়া, আখলাকুর রহমান লুকু, আব্দুল কাইয়ুম পংকি, সৈয়দ মাহবুব আলম, মোস্তফা মিয়া, আব্দুর রশিদ বাবুল,আব্দুল মতিন, মহিউদ্দিন আলমগীর, কাজী বাবর উদ্দিন আহমদ, আব্দুল হক আবু, হাজী লোকমান আহমদ, এম এ আলী, ফখরুল ইসলাম, ইলিয়াছ আলী, জাহাঙ্গীর হোসেন, বদরুল হক শাহীন, এমদাদুল হক পাভেল, খলিল খান, ডালিম আহমদ, শাহ ইমরান হোসেন, হোসেইন আহমদ, সালেহা পারভিন মুন্নি।

এসময় উপস্থিত ছিলেন – সাজ্জাদ আলী দিলওয়ার, সাহান চৌধুরী, সালেহ আহমদ, জাহেদ আহমদ, কামরান আহমদ সিকন্দরী, রফিক উদ্দিন, তৈয়ব আলী সাজু, জয়নাল আবেদীন, ফারুক আহমদ, আবুল কালাম, আবুল কাশেম, মারুফ আহমদ, শিপন শিকদার, সেবুল ইসলাম, আছাব মিয়া সেজু, ফজলুল ইসলাম সায়েম, নিজাম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আব্দুল সাজ্জাদ আওলাদ, নাসির উদ্দিন, খলিল মিয়া, আলীম উদ্দিন ফয়সল,হাসান আল ইসলাম রাজন, আবুল হোসেন, সেবুল মিয়া, শাহ ছাদেক মিয়া, মোস্তাক আহমেদ, সিদ্দিকুর রহমান জয়নাল, শাহ রায়হান উদ্দিন, ইমরান আজাদ, মুহিবুর রহমান ও আলতাব হোসেন প্রমুখ।

বৃটেনের বিভিন্ন শহর থেকে দক্ষিণ সুরমাবাসী উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, নতুন কমিটির সফলতা কামনা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed