নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টার যাত্রাবিরতি নেবে। এরপর ফ্লাইটটি স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকে নানা উচ্চ পর্যায়ের আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক আর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এরফলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায়Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জেরRead More
Comments are Closed