Main Menu

লালাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত মো. জাহির মিয়া (২১) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজার এলাকার আবদিতপুর গ্রামের মৃত সোনাফর মিয়ার ছেলে। পেশায় জাহির একজন সিএনজি অটোরিকশা চালক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জাহিরের বড় ভাই মো. শাহিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরবাজারের ঈদগাহবাজার সড়কের পাশে গউছ মিয়া ও হারিছ মিয়ার কলোনির গ্যারেজে অটোরিকশা রাখতেন জাহির মিয়া। প্রতিদিনের মতো তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্যারেজ থেকে গাড়ি বের করতে যান। এসময় গ্যারেজের মালিক রইছ মিয়া একটি কাজে শাহিনকে বলে-কয়ে গ্যারেজের ফটকের উপরে উঠান। ওই ফটকের উপর দিয়ে হাই বোল্ডেজ বিদ্যুৎ লাইন টানা রয়েছে। ফটকের উপর উঠামাত্র জাহির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহিরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

Share





Related News

Comments are Closed