শাবিতে হামলা ও ভিসির অপসারণের দাবিতে জাবিতে বিক্ষোভ সমাবেশ

জাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর পুলিশ ও সন্ত্রাসীদের বর্বর হামলা, ক্যাম্পাস বন্ধ ঘোষনার প্রতিবাদ ও ভিসির অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৪ টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী খালিদ মাহমুদ তন্ময় বলেন, ‘ শাবিপ্রবির শিক্ষার্থীরা হলের মান উন্নয়নের দাবী করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের উপর পুলিশ দিয়ে হামলা করে রক্তাক্ত-আহত করেছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা কখনো ছাত্রসমাজকে থামিয়ে দিতে পারবেন না।’
ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী আলী হোসেন বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর প্রথমে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হামলা, পরবর্তীতে পুলিশ ডেকে গুলি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সাথে আমরা একাত্মতা পোষণ করছি।’
প্রাণিবিদ্যা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, শাবিপ্রবির আবাসিক হলের ছাত্রীরা আবেদন করেছিল হলের খাবারের মান, আবাসন সংকট আর নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার জন্য। এসব সমস্যা মোকাবেলা করা বাদ দিয়ে হল প্রশাসন শিক্ষার্থীদের সাথে যে আচরণ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই।’
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে আন্দোলন করে ওই হলের ছাত্রীরা। আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Related News

গৃহকর্মী সেজে স্বর্ণসহ ২৮ লাখ টাকার মালামাল লুট
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গৃহকর্মী সেজে ৩৬ ভরি স্বর্ণসহ ২৮ লাখ টাকারRead More

গাজীপুরের ছাদ বাগানী মনিরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর পুরস্কার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর জোড়পুকুর পাড় এলাকায় মনিরা সুলতানা নামের আমেরিকা ফেরত এক নারী ‘বাড়ীরRead More
Comments are Closed