জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক আকবর হুসাইন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক রাশেদা আখতারের অনুরোধের প্রেক্ষিতে তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর প্রথম সংবিধির ৮ (২) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সমাজবিজ্ঞান অনুষদের ডীন হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
অধ্যাপক আকবার হোসেন বলেন, চলমান উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে চাই। শিক্ষক-শিক্ষার্থী সকলের স্বার্থে কাজ করতে চাই। গতবছরের ১০ আগস্ট অধ্যাপক রাশেদা আখতারকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকে দুই পদেই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
অধ্যাপক আকবার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৩ সালে ওই বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০১ সালে জাপানের ইউনিভার্সিটি অব সুকুবা থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৭ সালে পদোন্নতি পেয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হন।
Related News

সরকারের সময় ফুরিয়ে এসেছে : মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।Read More

স্বামীকে নামিয়ে বাসে নারীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গত শুক্রবার (৫ আগস্ট) দিবাগত শেষRead More
Comments are Closed