Main Menu
শিরোনাম
‘এক্সেস লাগেজ’ জটিলতায় সেই নারীর ফ্লাইট মিস : বিমান         দশ হাসপাতাল ঘুরে বিয়ানীবাজারে বৃদ্ধার মৃত্যু         ইনসাফ ওয়েলফেয়ারের বৃক্ষরোপন ও চারা বিতরণ         প্রবাসী জামিলা চৌধুরীর সাথে মাবাফা নেতৃবৃন্দের স্বাক্ষাৎ         সিলেটে আইসিইউ ও ১ হাজার শয্যা বাড়ানোর দাবি         জৈন্তাপুরে ওপার থেকে নদীপথে আসছে টমেটোর চালান         ওসমানীতে যাত্রী হয়রানি, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা         স্ত্রীকে বস্তাবন্দি করে নদীতে ফেলার চেষ্টা স্বামীর         সিলেটে করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৪০         বিশ্বনাথে খেলনার ‘বেহালা’য় হাছু মিয়ার জীবন সংগ্রাম         সেই নারীর লন্ডন যাওয়ার ব্যবস্থা করল বিমান         সাবেক এমপি মিলন-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল        

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২০ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার কার্খ নামের এক জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মর্মান্তিক এ ঘটনাট ঘটে। খবর, রয়টার্স, এনডিটিভির।

ওই অঞ্চলের একজন নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এর ছাদেও যাত্রী ছিল। পুনরুদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য সেনা ও আধাসামরিক বাহিনী পাঠানো হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. মনজুর জহির বলেছেন, আমরা খুজদার জেলা হাসপাতালে ২০ জনের মরদেহ পেয়েছি এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর। তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

জেলা প্রশাসক খুজদার বশির আহমেদ বলেন, স্থানীয় মুসলিম সাধুকে সম্মানে আয়োজিত একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়ে ফিরে আসছিলেন বাসযাত্রীরা। নিহতরা সিন্ধু প্রদেশের এবং সবাই পুরুষ।

পাকিস্তানে সড়ক এবং রেল দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। এর বেশির ভাগ সড়ক ও রেলপথের অবস্থা খুবই নাজুক।

0Shares

Related News

Comments are Closed