Main Menu

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৮

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর এসময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৮ জন। যার মধ্যে ৪৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৯ জন।

মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ১০ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ৬৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৭৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৮৭ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এরমধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৫৪৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৫৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৭৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮১ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০৬ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed