Main Menu
শিরোনাম
সিলেটে করোনায় কমেছে আক্রান্ত, সুস্থ আরো ১৮         সিলেটে নিখোঁজের ৩দিন পর উবার চালকের লাশ উদ্ধার         গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত, আটক ৩         হবিগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের অবস্থান কর্মসূচি         সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫০         বড়লেখায় ‘পাগলা’ কুকুরের কামড়ে আহত ৫০         বিশ্বনাথে দুই খুনের মামলার আসামি গ্রেফতার         বিশ্বনাথে ঈদের জামাত হবে মসজিদে মসজিদে         সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩         সিলেটে শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার         সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬         ওসমানীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার        

দেশে করোনায় আরও ৮৩ মৃত্যু, আক্রান্ত ৭২০১

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮শ ২২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে চার হাজার ৫২৩ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৮১ হাজার ১১৩ জন। সুস্থতার হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ৮৩ জনের ৫৪ পুরুষ ও ২৯ নারী রয়েছে। তাদের ৫ জন বাড়িতে, ৪ জনকে হাসপাতালে মৃত্যু অবস্থা আনা হয়েছে। বাকিরা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বয়স বিবেচনায় মৃত ৮৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব ১১, পঞ্চাশোর্ধ্ব ১৬, ষাটোর্ধ্ব ৫২ জন।

বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ১৭, রাজশাহী তিন, খুলনা চার, সিলেট দুই, বরিশাল দুই ও রংপুর একজনের মৃত্যু হয়েছে।

এর আগে রোববার (১১ এপ্রিল) আরও ৫ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান আরও ৭৮ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করে।

পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ৪ জানুয়ারি থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। ওই বছরের ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।

 

 

0Shares

Related News

Comments are Closed