Main Menu

এপ্রিলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, তাপপ্রবাহের শঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসে দেশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১ এপ্রিল) অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য জায়গায় ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং সারাদেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ (৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

এ মাসের শেষ দিকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।

Share





Related News

Comments are Closed